ভিতরে

পিরোজপুরে আমন চাষে প্রণোদনা দেয়ার লক্ষ্যে ৩৪ লক্ষ টাকা বরাদ্দ

জেলার কৃষকদের মাঝে আমন চাষে প্রণোদনা দেয়ার লক্ষ্যে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দিয়েছে।
জেলার ৭ উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণের জন্য তালিকা তৈরি করা হচ্ছে। প্রতিজন কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে। এ  প্রণোদনা বিতরণে ২৫ মেট্রিকটন বীজ, ৫০ মেট্রিকটন ডিএপি ও ৫০ মেট্রিকটন এমওপি সারের প্রয়োজন হবে। ২০২৩-২০২৪ মৌসুমে উফশী আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়ানিক সার সরবরাহের নিমিত্তে প্রণোদনা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থ থেকে সার ও বীজ ক্রয় এবং পরিবহন খরচ পরিশোধ করা হবে। পিরোজপুর সদর উপজেলায় ৭শতজন, ইন্দুরকানীতে ৬শত জন, কাউখালীতে ৫শত জন, নেছারাবাদে ৭ শত জন, নাজিরপুরে ৬শত ৫০ জন, ভান্ডারিয়ায় ৮শত জন এবং মঠবাড়িয়ায় ১ হাজার ৫০ জন  কৃষক এ প্রণোদনার বীজ ও সার পাবে। ইতোমধ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয় উপজেলা ওয়ারি বিভাজন সম্পন্ন করেছে। পিরোজপুরের কৃষি প্রণোদনার বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেয়া হবে। তিনি বলেন সরকারের এ প্রণোদনার সার ও বীজ পেয়ে কৃষকদের মাঝে আমন চাষে উৎসাহ সৃষ্টি হবে এবং এর ফলে অধিক পরিমাণ জমিতে আমন চাষ ও চাল উৎপাদন সম্ভব হবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

৪ লাখ ৭৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি

ঐতিহাসিক ৬ দফা দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভা