ভিতরে

নড়াইলে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

 জেলায় আজ ২০২২-২৩ অর্থবছরে খরিফ -১/২০২৩-২৪ মৌসুমে  আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান প্রমূখ।
এসময় উপকারভোগীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান বলেন, নড়াইল সদর উপজেলায় ৪হাজার ৪০০ জন কৃষকের মাঝে প্রণোদনা প্রদান করা হয়। পতিজন কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নাটোরে ৪০০ অসহায় পরিবারে জনতা ব্যাংকের খাদ্য সহায়তা 

সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে : ফারুক খান