ভিতরে

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে ব্যাটার তৌহিদ হৃদয়ের। আট বছর পর টি-টোয়েন্টি খেলতে নেমেছেন ওপেনার রনি তালুকদার। প্রায় দেড় বছর পর একাদশে ব্যাটার শামীম হোসেন। বাংলাদেশের একাদশে রয়েছে তিন পেসার ও দুই স্পিনার।  
সংক্ষিপ্ত ভার্সনে এই প্রথমবারের মত ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, জোফরা আর্চার ও মার্ক উড।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

গোপালগঞ্জে বিষমুক্ত নিরাপদ লাউ চাষে সফল কল্পনা

পিএসজিকে বিদায় করে শেষ আট নিশ্চিত করলো বায়ার্ন