ভিতরে

বগুড়ায় আবির খেলায় মুখরিত দোলযাত্রায় উৎসব 

 জেলা শহরের চেলোপাড়া এলাকায় দোলযাত্রা উৎসবে বগুড়ার শ্রী-শ্রী নববৃন্দাবন হরিদাস মন্দিরে আবির খেলায় মেতেছে হিন্দু সম্প্রদায়ের সব শ্রেণি পেশার মানুষ।
এদিন সকাল থেকেই শুরু হয় পূর্ণীমা উৎসবে আবির খেলায় মেতে ওঠে সনাতন ধর্মের মানুষ। ঠাকুরের পায়ে ডালা সাজিয়ে দেয়ার পরপরই মেতে উঠছেন আবির উৎসবে।
বগুড়া শহরের বেশ কিছু মন্দির এলাকার চিত্র এমনই। হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এদিনে মন্দির, মাঠ, রাস্তাাঘাট, বাসা-বাড়ি সবখানেই সবাই মেতেছেন আবির উৎসবে।
দেলাযাত্রায় আবির উৎসবে রঙ মাখানো নিয়ে ব্যস্ত দীপালী রাণী বলেন, দেবীর পায়ে মাখা রঙ গায়ে মাখলাম। কিছু রঙ মা-বাবা-বান্ধবীদের জন্য নিলাম। এ রঙ শুধু আনন্দের রঙ নয়, দেবীর আর্শীবাদও। এ দিনে শুধু বান্ধবী নয়, সবাইকে রঙ মাখা যায়। এ রঙ মাখার মধ্য দিয়ে সম্পর্কের বাঁধন আরো শক্ত হয়। সারাদিন বাঁধনহারা আজ।
তৃষ্ণা নামের এক মেয়ে বলেন, আবির শুধু উৎসব নয়, সকল অশুভ শক্তিকে নাশ করারও মন্ত্র। যাতে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে না পারে, সেজন্য দেবীর পায়ের রঙ নিলাম, পরিবারের সবাইকে মাখাবো।
বগুড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, দিনটিকে স্মরণীয় করে রাখা আর দেবীর মঙ্গলের আশায় মানবেও এ খেলায় মেতে ওঠে। শিশু থেকে বৃদ্ধ সবাই দেবীর পায়ে রঙ নিয়ে সেই রঙ শরীরে মাখবে, সবার গায়ে। দেবতার চরণে আবির দিয়ে তা নিজে, আত্মীয়, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশি সবাইকে মেখে আনন্দে মেতে ওঠে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন আক্রান্ত

গোপালগঞ্জে বিএডিসির ছাদ বাগানে দেশি-বিদেশি ফলের সমারোহ