ভিতরে ,

জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষে সফলতার স্বপ্ন দেখছেন নাজমুল

 জেলার দেবরাইল গ্রামের কৃষক নাজমুল হোসেন বাণিজ্যিকভাবে ষ্ট্রবেরি চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন।  
দেবরাইল গ্রাম ঘুরে কৃষক নাজমুল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য ফসল চাষে তেমন লাভ না হওয়ায় এবার স্থানীয়  বেসরকারি উন্নয়ন সংস্থা ”জাকস ফাউন্ডেশনের” কারিগরি সহাতায় দুই বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন।  স্ট্রবেরি বাগান থেকে প্রতিদিন ৭০ থেকে ৮০ কেজি স্ট্রবেরি তুলে বাজারে সাপ্লাই দিচ্ছেন। ইতোমধ্যে ৫০ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন বলে জানান কৃষক নাজমুল। বিষমুক্ত ভাবে চাষ করা স্ট্রবেরি প্রথম দিকে ৭০০ টাকা কেজি বিক্রি হলেও এখন পাইকারি বিক্রি হচ্ছে ছোট বড় সাইজ অনুযায়ী ৪শ থেকে ৫শ টাকা। বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতারা এসে বাগান থেকে স্ট্রবেরি নিয়ে যাচ্ছেন। তিন মাসের ফসল হিসেবে খরচের তুলনায় লাভ অনেক বেশি। মার্চ মাস পুরোটা স্ট্রবেরি বিক্রি হবে। এতে এবার ৫ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করবেন এমন আশা প্রকাশ করেছেন কৃষক নাজমুল। নাজমুলের স্ট্রবেরি চাষে সফলতা দেখে পাশের অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন স্ট্রবেরি চাষে বলে জানান, জাকস ফাউন্ডেশনে কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন শাহিন। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের আওতায়  স্ট্রবেরি চাষে কৃষকদের উন্নত জাতের বীজ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায়, পাঁচবিবি উপজেলার শিরট্টি ভারাহুত এলাকাতেও এবার বাণিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ হচ্ছে। জয়পুরহাট জেলায় সরকারি ও বেসরকারি সংস্থা গুলোর কারিগরি সহায়তায় এবার ১০ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে বলে জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। অধিক খাদ্য গুণাগুণ সমৃদ্ধ ফল স্ট্রবেরি চাষ করে পরিবারে  পুষ্টির চাহিদা  পূরণের পাশাপাশি  বাজারে বিক্রিতে লাভবান হওয়ায় দিন দিন জেলায় স্ট্রবেরি চাষ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।   

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শরীয়তপুরে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

এ্যাথলেটিকোর সাথে ড্র করেছে রিয়াল, সোসিয়েদাদের বিপক্ষে ভ্যালেন্সিয়ার গুরুত্বপূর্ণ জয়