ভিতরে

অভিষিক্ত আবরারের ঘূর্ণিতে প্রথম দিনই অলআউট ইংল্যান্ড

পাকিস্তানের অভিষিক্ত লেগ-স্পিনার আবরার আহমেদের ঘুর্ণিতে পড়ে মুলতান টেস্টের প্রথম দিনই ২৮১ রানে অলআউট হয়েছে সফরকারী ইংল্যান্ড। আবরার নেন ৭ উইকেট। 
দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১০৭ রান করেছে পাকিস্তান। ৮ উইকেটে হাতে নিয়ে ১৭৪ রানে পিছিয়ে পাকিস্তান। 
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিন ৭৫ ওভারে ৪ উইকেটে ৫০৬ রান করে বিশ^রেকর্ড গড়েছিলো ইংল্যান্ড। এই টেস্টেও মারমুখী শুরু ছিলো ইংলিশদের। 
কিন্তু আবরারের ঘুর্ণি সামলাতে না পেরে ৫১ দশমিক ৪ ওভার ব্যাট করে ২৮১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে বেন ডাকেট ৬৩ ও ওলি পোপ ৬০ রান করেন। এছাড়া মার্ক উড অপরাজিত ৩৬, উইল জ্যাকস ৩১ ও অধিনায়ক বেন স্টোকস ৩০ রান করেন। 
ইংল্যান্ডের পতন হওয়া  প্রথম সাত উইকেটই শিকার করেন আবরার। শেষ ৩ উইকেট নেন আরেক লেগ-স্পিনার জাহিদ মাহমুদ। ২২ ওভার বল করে ১১৪ রানে ৭ উইকেট নেন আবরার। পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে অভিষেকে সাত উইকেট নিলেন তিনি। ৬৩ রানে ৩ উইকেট নেন জাহিদ। 
পাকিস্তানের প্রথম ইনিংস ব্যাট হাতে ব্যর্থ হন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। শফিক ১৪ ও ইমাম খালি হাতে ফিরেন। অধিনায়ক বাবর আজম ৬১ ও সাউদ শাকিল ৩২ রানে অপরাজিত আছেন। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভারতের বিপক্ষে কোন পরীক্ষা-নিরীক্ষা চালাবেনা বাংলাদেশ 

‘মার্চেন্ট অফ ডেথ’ ভিক্টর বাউট অদলবদল শেষে রাশিয়ায় পৌঁছেছেন