ভিতরে

ফেনীতে ইটভাটা প্রতিষ্ঠানের ১ লাখ টাকা জরিমানা 

ফসলি জমির উর্বর মাটি কাটার অপরাধে জেলা সদরে মধুপুর ব্রিকস নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
আজ দুপুরের দিকে শহরতলীর বালিগাঁও ইউনিয়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উক্ত ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় মধুপুর ব্রিকসকে এ জরিমানা ও আদায় করা হয়েছে। এসময় ভবিষ্যতে অবৈধভাবে মাটি উত্তোলন করবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেয় ফেনী মডেল থানা পুলিশের একটি দল।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতায় কোলকাতা থেকে বাইসাইকেলে সঞ্জয় এখন কোটালীপাড়ায় 

বিএনপি আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা করে : পানি সম্পদ উপমন্ত্রী