ভিতরে

বিশ্ব জয় করার শক্তির নাম ‘মেধা’ : টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বিশ্ব জয় করার শক্তির নাম হচ্ছে মেধা। বাংলাদেশের নতুন প্রজন্মের মেধা আছে এবং তারা উত্তরাধিকার সুত্রে সাহসী।
তিনি বলেন, ‘একান্ন বছর আগে বিনা অস্ত্রে পাকিস্তানীদের অস্ত্র কেড়ে নিয়ে যুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে সাহসকে পুঁজি করে আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি।’
 মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির হাত ধরে এখন আমরা উন্নত বাংলাদেশ গড়ার যুদ্ধে সফলতার দ্বার প্রান্তে’।
মোস্তাফা জব্বার সোমবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলালিংক এনোভেটর্স ৬ দশমিক ০ এর গ্র্যান্ড ফিনাল উপলক্ষ্যে বাংলালিংক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং বাংলালিংক’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টেলিযোগাযোগ মন্ত্রী দেশে মোবাইল প্রযুক্তি বিকাশের বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে উল্লেখ করে বলেন, সামনের দিনে ৩জি নেটওয়ার্ক প্রযুক্তির প্রয়োজন হবে না। সামনের দিনের  নেটওয়ার্ক হবে ২জি, ৪জি এবং ৫জি। কথা বলার জন্য শুধু ২জি এবং ৪জি প্রযুক্তির  প্রয়োজন হবে। ৫জি প্রযুক্তির মহাসড়ক কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি কিংবা ব্লকচেইন প্রযুক্তির জন্য দরকার হবে।
তিনি মোবাইল অপারেটরগুলোকে স্পেকট্রাম সুবিধা কাজে লাগিয়ে ৫জি প্রযুক্তি সম্প্রোসারণের উদ্যোাগ দ্রুততার সাথে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
মন্ত্রী  মেধা বিকাশে বাংলালিংকের ভূমিকার প্রশংসা করে বলেন, তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে বাংলালিংক’র বিভিন্ন উদ্যোগ তরুণদের উদ্ভাবনী হতে অনুপ্রাণিত করছে। এই কর্মসূচি থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা নিজেদেরকে ডিজিটাল  বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে তুলতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে, মোস্তাফা জব্বার প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বছরের প্রথম দিন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নতুন বই আনছে এনসিটিবি

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন ৪ জানুয়ারি