ভিতরে

হাঁটুর ইনজুরি কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জেসুস ও টেলেস

 হাঁটুর ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে আর খেলা হচ্ছেনা ব্রাজিলিয়ান দুই খেলোয়াড় গাব্রিয়েল জেসুস ও এ্যালেক্স টেলেসের। ব্রাজিল দলীয় ব্যবস্থাপনা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 
ক্যামেরুনের বিরুদ্ধে শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে এই দুজন হাঁটুর ইনজুরিতে পড়েছেন। ম্যাচটিতে ব্রাজিল ১-০ গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। শনিবার বিভিন্ন পরীক্ষার পর তাদের আর মাঠে নামা হচ্ছেনা বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। 
সোমবার শেষ ষোলর ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। টেলেসের ইনজুরিতে ব্রাজিল রক্ষণভাগ নিয়ে দু:শ্চিন্তায় পড়লো। ইতোমধ্যেই ইনজুরির কারনে দলের বাইরে রয়েছে ফুল-ব্যাক ডানিলো ও এ্যালেক্স সান্দ্রো। 
গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন আর্সেনাল ফরোয়ার্ড জেসুস। এদিকে কোচ তিতে জানিয়েছেন সার্বিয়ার সাথে প্রথম ম্যাচে ডান গোঁড়ালিতে আঘাত পাওয়া নেইমার সুস্থ হয়ে উঠেছেন এবং কাল তার খেলার সম্ভাবনা রয়েছে। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ফিনিশিংয়ের ঘাটতিকে দায়ী করলেন মার্কিন কোচ বারহাল্টার

ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে হারালো অস্ট্রেলিয়া