ভিতরে

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু; নতুন আক্রান্ত ১১

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ ১ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষায় ১১ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ০৭ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৭৯ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৭২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৬৩৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৭৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫০ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৬৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে একজন। শনাক্তের হার দশমিক ৫০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ১৫ শতাংশ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিএনপির মহাসচিব রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছে : মাহবুব-উল আলম হানিফ 

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের আরও একটি মামলার বিচার শেষ পর্যায়ে