ভিতরে

ঘূর্ণিঝড়ে সিত্রাংয়ে পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত ক্ষতিগ্রস্ত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত মেরামতের পরামর্শ

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মন্ত্রণালয় পরিচালিত ক্ষতিগ্রস্ত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত মেরামতের পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সামশুল হক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, এ. এম. নাঈমুর রহমান এবং বেগম সালমা চৌধুরী সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২৬তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। ২৬তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর আঘাতে পানিসম্পদ মন্ত্রণালয় পরিচালিত উন্নয়ন প্রকল্পসমূহে কী ধরনের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে সে সম্পর্কে প্রতিবেদন পেশ করা হয় ও বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি নোয়াখালী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করে।
এছাড়াও সিলেট অঞ্চলের হাওরগুলোতে প্রতিরক্ষা বাঁধসমূহের রক্ষণাবেক্ষণের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও কর্মকর্তাবৃন্দ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান