ভিতরে

খাদ্যমূল্য হ্রাসে ১০ কোটি মানুষ দারিদ্র থেকে রক্ষা পেয়েছে: জাতিসংঘ

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গত আগস্টে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হয়। এতে বিশ্ববাজারে খাদ্যের দাম কমেছে। ফলে প্রায় ১০ কোটি মানুষ চরম দারিদ্র থেকে রেহাই পেয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এসব কথা বলেন।তিনি বলেন, ইউক্রেন থেকে রপ্তানি পুনরায় শুরু হওয়ায় গম এবং অন্যান্য পণ্যের দাম কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) খাদ্য সূচক টানা ৭ মাস ধরে হ্রাস পেয়েছে। স্টিফেন ডুজারিক বলেন, বিশ্বব্যাংকের মডেলের ওপর ভিত্তি করে আমাদের অনুমান অনুসারে প্রধান খাদ্যের মূল্য হ্রাস পেয়েছে। পরোক্ষভাবে যা প্রায় ১০ কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে রক্ষা করেছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ঝিনাইদহে শিক্ষক-সুপারভাইজারদের ১২দিন ব্যাপি প্রশিক্ষণ

চিটাগাং চেম্বারের সঙ্গে পোর্টিকো শিপিংয়ের সমঝোতা স্বাক্ষর