ভিতরে ,

নীলফামারীতে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দূর্গাকে বিদায়

 জেলায় আজ ৮৮০টি মন্ডপে সিঁদুর খেলার মধ্য দিয়ে ভক্তরা বিদায় জানিয়েছেন দূর্গতিনাশিনি দেবী দূর্গাকে। পরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব।
আজ বুধবার দুর্গোৎসবের শেষদিন বেলা সাড়ে ১০টার দিকে শহরের কালিবাড়ি মন্দিরে দেখা গেছে ভক্তদের সিঁদুর খেলার ধুম। একইভাবে শহরের বড়বাজার, ডালপট্টি, শীবমন্দির, বাদিয়ারমোড়, দেবীরডাঙ্গাসহ বিভিন্ন মন্ডপে ভক্তরা মেতে উঠেন বিদায়ের সিঁদুর খেলায়।
নীলফামারী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় জানান, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে দশমী পূজা হয়েছে। সকাল ৮টা ৫৮ মিনিটে ঘট বিসর্জণ হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে দেবীকে সিঁদুর পরানো হয়। সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ হবে।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী জানান, এবার জেলায় ৮৮০টি পূজামন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল