ভিতরে

তোয়াব খানের প্রথম জানাজা সম্পন্ন

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের প্রথম নামাজে জানাজা তার সর্বশেষ কর্মস্থল দৈনিক বাংলা ও নিউজবাংলার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জানাজায় তার সহকর্মীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় মরদেহ। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবার শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়।
এরপর দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে রাখা হবে তোয়াব খানের মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। প্রেস ক্লাব থেকে মরদেহ নেওয়া হবে গুলশানে মরহুমের নিজ বাসভবনে। বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে এই সাংবাদিককে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে গত শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মারা যান কিংবদন্তিতুল্য সাংবাদিক তোয়াব খান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ৫ জনের বিরুদ্ধে বিচার শেষ পর্যায়ে 

পূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি