ভিতরে

মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ

বাংলাদেশে ১৯৭১ সালে সংঘঠিত গণহত্যার জাতিসংঘ স্বীকৃতির দাবীতে আজ বরিশালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। 
মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাহমান সংগঠন আমরা একাত্তর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বরিশাল অর্থনীতি সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান, সমাজ সেবক রাবেয়া খাতুন, সালমা খান এবং  আমরা একাত্তরের বরিশালের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।  
বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক বলেন, জাতিসংঘের ১৯৪৯ সালের সনদ অনুযায়ী  ১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তাানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে যে নির্বিচার হত্যাযজ্ঞ ঘটে, তা সব অর্থেই ‘গণহত্যা’ বা ‘জেনোসাইড’। বাংলাদেশে সেসময়  যে হত্যাযজ্ঞ চালানো হয়, তা ছিল বিংশ শতাব্দীর অন্যতম নৃশংস গণহত্যা।
আনোয়ার জাহিদ বলেন, মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ওপর গণহত্যাসহ যত ধরনের নির্যাতন চালানো হয়েছে তা কেবল গণহত্যা নয়, তা ছিলো একটি জাতির অস্তিত্ব বিলুপ্ত করার দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র। স্বাধীনতার পর ৫১ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু জাতিসংঘ একে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেয়নি।   তাই একে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। 
এর আগে নেতৃবৃন্দ বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সমাবেশে শতাধিক লোক অংশ নেন। সমাবেশ শেষে একটি র‌্যালি বরিশালের ত্রিশ গুদাম এলাকার বধ্যভূমিতে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে অবদান রাখতে হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ বাবদ শুধুমাত্র অনলাইনে এক হাজার ১০০ টাকা গ্রহণের নির্দেশ