ভিতরে

বান্দরবান জেলা সম্প্রীতির সুতিকাগার : বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সম্প্রীতির সুতিকাগার হলো বান্দরবান জেলা। কারণ সারাদেশে বিভিন্ন সম্প্রদায় ছড়িয়ে ছিঁটিয়ে আছে।  কিন্তু এই জেলার মতো এত সম্প্রদায় দেশের অন্য কোন জেলায় নেই।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,  পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পৌর মেয়র ইসলাম বেবী।
মন্ত্রী বীর বাহাদুর বলেন- ধর্ম যার যার এ দেশ আমাদের সবার । সেই চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সব ধর্মের মানুষের কিছু দুষ্ট লোক থাকে। যে দুষ্ট লোকের কোন ধর্ম নেই , বর্ণ নেই, সম্প্রদায় নেই। তাদের কোন গ্রহণযোগ্যতা নেই। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। 
সমাবেশে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বান্দরবানে ১১ টি জাতির বসবাস। তাদের প্রত্যেকের প্রথাগত আইন আছে। প্রত্যেকে আইন মানে, নিয়ম কানুন মানে বলেই সবাই পাশাপাশি বসবাস করে আসছে। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ নারীর মৃত্যু

নীলফামারীতে দরিদ্র পরিবারের মধ্যে ২ হাজার হাঁস বিতরণ