ভিতরে

বরিশালে ওএমএস’র চাল-আটা বিক্রি কার্যক্রম চলছে

জেলায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে চাল ও আটা খোলা বাজারে বিক্রি কার্যক্রম (ওএমএস) এগিয়ে চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি কর্পোরেশন এলাকার ৩০টি ওয়ার্ডে গত ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩ তিন মাস খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস-এর বিশেষ এ কার্যক্রম চলবে। ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবে। 
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, প্রতিদিন নগরীর ৫টি করে ওয়ার্ডে ১০ টি ট্রাক দিনব্যাপি এ চাল ও আটা বিক্রি কার্যক্রম চালাবে। এদিকে টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ওএমএস কেন্দ্রে এসে আলাদা লাইনে দাঁড়িয়ে চাল নিতে পারবেন। টিসিবি কার্ডধারীরা ওএমএসের মতো ন্যায্যমূল্যে চাল পাবেন। তাই কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল প্রদান করা হচ্ছে। টিসিবির ফ্যামিলি কার্ডে ওএমএসে ১৫ দিনে পাঁচ কেজি করে মাসে ১০ কেজি চাল নিতে পারবে।
এ বিষয়ে নগরীর আগর পুর রোড ওএমএস চাল ক্রয় করতে আসা হাসিনা বানু, নাসরিন বেগম ও খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের-এর আওতায় চাল কিনতে পেরে খুশি। আমাদের দাবি এ ওএমএস কার্যক্রমটি যেন অব্যাহত থাকে।
এ বিষয়ে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, নগরীতে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। প্রান্তিক জনগোষ্ঠী বা এখাকার নি¤œ আয়ের মানুষের চাহিদা মেটাতে নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি ওএমএস’র প্রতিষ্ঠান চালু করতে পারলে ভালো হতো। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে নারীদের ঝাডু মিছিল

ভোলার দৌলতখানে মাছের পোনা অবমুক্ত