ভিতরে

নাইজেরিয়ায় ৪ ক্যাথোলিক নানকে অপহরণ বন্দুকধারীদের

বন্দুকধারীরা নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় ইমো রাজ্য থেকে চার ক্যাথোলিক নানকে অপহরণ করেছে। এ অঞ্চলে এটি সর্বশেষ সহিংস ঘটনা। সেখানে বিচ্ছিন্নতাবাদী সংক্রান্ত উত্তেজনা বেড়ে যেতেও দেখা যাচ্ছে। সোমবার পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আফ্রিকার সবচেয়ে বেশি জনসংখ্যার এ দেশে অপরাধী চক্র প্রায় লোকজনকে অপহরণ করে। তবে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে খ্রিস্টান চার্চের সদস্যরা ক্রমবর্ধমান হারে তাদের অপহরণের শিকার হচ্ছেন।
মুক্তিপণের বিনিময়ে অধিকাংশ জিম্মি ছাড়া পেলেও তারা কয়েকজনকে হত্যা করে।
ইমো রাজ্য পুলিশ মুখপাত্র মিশেল আবেত্তাম এএফপি’কে বলেন, ‘ক্যাথোলিক চার্চের সম্মানিত চার সিস্টারকে অপহরণ করা হয়েছে।’
তিনি জানান, তাদের রোববার ওকিগউই নগরীর কাছ থেকে অপহরণ করা হয়।
তিনি আরও বলেন, ‘আমরা অপহৃতদের মুক্তির কথা বিবেচনা করে অপহরণকারীদের পথানুসরণ করার চেষ্টা করছি।’
এদিকে আবেত্তাম অপহরণকারীদের উদ্দেশ্যের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি এবং এখন পর্যন্ত কোন গ্রুপ এ অপহরণের দায় স্বীকার করেনি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

হোটেল অবরোধকারীদের আইনের আওতায় আনার অঙ্গীকার সোমালি প্রধানমন্ত্রীর

ভোলায় সমাজকর্ম ও শিশু সুরক্ষায় র‌্যালি ও আলোচনা সভা