ভিতরে

সর্বোচ্চ উইকেট সাকিবের

অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ। বাছাই পর্ব ও সুপার টুয়েলভ মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাছাই পর্বে তিন ম্যাচে ২ জয় এবং সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে জয়হীন শেষ করলো টাইগাররা।
এবারের আসরে বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব আল হাসান। ১১ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানের।  
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের পরিসংখ্যান :
নাম    ম্যাচ     ইনিংস    ওভার    রান    উইকেট    সেরা বোলিং ইনিংস
সাকিব আল হাসান     ৬    ৬    ২২.০    ১২৩    ১১    ৪/৯
মাহেদি হাসান    ৮    ৭    ২৪.৩    ১৫০    ৮    ২/২০
মুস্তাফিজুর রহমান    ৭    ৭    ২৪.০    ২২২    ৮    ৪/৩৬
তাসকিন আহমেদ    ৬    ৬    ২১.৫    ১৪২    ৬    ২/১২
মোহাম্মদ সাইফুদ্দিন    ৪    ৪    ১৫.০    ১০৫    ৫    ২/২১

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কুমিল্লার দৃষ্টিনন্দন প্রাচীন স্থাপনার মধ্যে অন্যতম দারোগা বাড়ি মসজিদ

সর্বোচ্চ রান নাইমের, দ্বিতীয়স্থানে মাহমুদুল্লাহ