ভিতরে

জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে স্পিকারের শোক

 স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেন। তিনি করোনাভাইরাস পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
এরশাদ সরকারের জ্বালানি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ছাড়াও পরবর্তী সময়ে এই দুই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পর্যটনমন্ত্রী ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ১৯৮৮ সালে চট্টগ্রাম থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাবলু। পরে ২০১৪ সালে তিনি পুনরায় সংসদ সদস্য হন তিনি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শিশুদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে : রাষ্ট্রপতি

হাওরবাসীর জীবনকে গতিশীল করেছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম ‘একপে’