ভিতরে

কুমিল্লায় করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

করোনার ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ৫০টি পরিবারের মাঝে কুমিল্লার বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থার  উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুরে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন,আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল করিম ঠিকাদার, বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ মফিজুল ইসলাম, সহসভাপতি বাংলাদেশ কৃষক লীগ বুড়িচং উপজেলা শাখা  ও প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বার, সাবেক মেম্বার মোঃ ফজলুর রহমান, সংস্থার পরিচালক আইরিন আক্তার ইতি, মোঃ মহসিন আলী প্রমুখ।
আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির বাসসকে বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে আলোকিত যুব উন্নয়ন সংস্থার  উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, চাল, তৈল, পেঁয়াজ. আলু, লবন, সাবান। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনায় সিলেট বিভাগে ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত মানুষের পাশে বাগেরহাট রেড ক্রিসেন্ট