ভিতরে

ভোলায় লকডউন বাস্তবায়নে ৫২ জনকে জরিমানা

জেলায় চলমান লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে ৫১ টি মামলায় ৫২ জনকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত জেলার ৪টি উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ দেন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান আজ সকালে বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানের মধ্যে সদর উপজেলায় ৭টি মোবাইল কোর্টে ৩০ মামলায় ৩১ জনকে ১৮ হাজার ৪০০ টাকা জরিমানা হয়। দৌলতখানে ৪ টি মামলায় ৪ জনকে ১৪০০ টাকা। লালমোহনে ১৫ মামলায় ১৫ জনকে ১৩ হাজার ৪০০ টাকা ও তজুমদ্দিনে ২ মামলায় ২ জনকে ১৬০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। 
তিনি আরো জানান, আভিযানে পুলিশ, র‌্যাব, বিজিবি, নৌ বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেছেন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তায়নে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জয়পুরহাটে কোরবানীর জন্য দেড় লাখ পশু মজুদ

‘মেজর ওসামার’ বাড়ি থেকে বোমার সরঞ্জাম উদ্ধার