ভিতরে

বিএসএমএমইউয়ে ১ লাখ ৬১ হাজার ৮১৩ জনের করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এ পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৮ শত ১৩ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে।
আজ রোববার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের পিসিআর ল্যাবে এসব পরীক্ষা সম্পন্ন হয়েছে। 
এদিকে, একই ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ৫ হাজার ৪ শত ৯৫ জন রোগী সেবা নিয়েছেন। 
বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ ১ হাজার ১৫২ জন ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন। 
গত ৭ জুলাই পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ২ শত ১৬ জন। 
অন্যদিকে, কেবিন ব্লকে করোনা সেন্টারে আজ পর্যন্ত ১০ হাজার ১ শত ৯২ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৬ শত ৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৬ শত ৪৪ জন। করোনা সেন্টারে ভর্তি আছেন ১৮১ জন। আইসিইউতে  ভর্তি আছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন। 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে নির্মিতব্য করোনা হাসপাতাল পরিদর্শন করেন।  এই ফিল্ড হাসপাতাল চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
উপাচার্য জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করতে বিএসএমসএমইউয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

দেশের ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৭৩৩ জন মানুষ টিকার আওতায় এসেছে