ভিতরে

কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

করোনাভাইরাসের সংক্রমণের কারণে কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। তাই খামারি ও ক্রেতাদের কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানানো হয়। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, সারাদেশে পশু বিক্রির জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই এর রোধকল্পে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইনে পশু ক্রয়-বিক্রির জন্য উৎসাহিত করতে এই অনুরোধ জানানো হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভার্জিন গ্যালাক্টিক প্রতিষ্ঠার ১৭ বছর পর মহাকাশ ভ্রমণে যাচ্ছেন রিচার্ড ব্রানসন

বিএসএমএমইউয়ে ১ লাখ ৬১ হাজার ৮১৩ জনের করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন