ভিতরে

ফ্লোরিডায় ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জন

ফ্লোরিডার একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪  জনে। এখনো আরো ৭৬ জন নিখোঁজ রয়েছে তবে তাদেরও প্রাণহানির আশংকা রয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।
মিয়ামি দাদে কাউন্ট্রির মেয়র ডানিয়েল্লা লেভিন কাভা বৃহস্পতিবার বিকেলে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের এই সংখ্যা জানান।
মিয়ামি বিচের উত্তরে সার্ফসাইড শহরে গত ২৪ জুন ১২ তলা চ্যাম্পেইন টাওয়ারস সাউথ ধসে পড়ে। এ সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়েছিলেন। ভবন ধসের দিনের পর থেকে জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।
বৃহস্পতিবার দিনের শুরুতে লেভিন কাভা সাংবাদিকদের বলেন,‘আমরা ভবন ধসের পর থেকে বিরতিহীনভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বসবাসকারী পরিবার গুলোর অনুসন্ধান অব্যাহত রেখেছি।’
কর্তৃপক্ষ বুধবার ঘোষণা করেছে তারা সম্ভাব্য জীবিতদের অনুসন্ধান ও উদ্ধার মিশন থেকে দেহাবশেষ পুনরুদ্ধারের অভিযানের ধরণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
মেয়র কাভা বলেছেন, উদ্ধারকারীরা ‘সব আশা ছাড়েনি’ এবং ‘এখনো একটি অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছি।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কভিডের তৃতীয় ডোজ টিকা প্রয়োগের অনুমোদনের আবেদন করবে ফাইজার-বায়োএনটেক

আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন শেষ হবে ৩১ আগস্ট : বাইডেন