ভিতরে

রাঙ্গামাটিতে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন

করোনা সংক্রমণ রোধে রাঙ্গামাটিতে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাঙ্গামাটিতে সকল দোকানপাঠ ও শপিং মল বন্ধ রয়েছে। তবে মুদিদোকান, কাঁচা বাজার সহ ওষুধের দোকান খোলা রয়েছে। রিকশা বিহীন রাঙ্গামাটি শহরে অটোরিকশা বন্ধ থাকায় কার্যত সরকারের বিধি নিষেধ সফল ভাবে পালিত হচ্ছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) কে জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন পালন নিশ্চিত করতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি মোবাইল টিম রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে  কাজ করছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের সাথে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ-র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা লকডাউন পালন নিশ্চিত করতে সহযোগিতা করছে।
পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে লকডাউন পালন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নওগাঁয় লকডাউন পালিত হচ্ছে

ঝালকাঠিতে ৩৩৩ কল করলেই পাওয়া যাবে খাদ্য সামগ্রী