ভিতরে

কুমিল্লায় দুই হসপিটালে দেড় লাখ টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে কুমিল্লা নগরীতে দুটি হসপিটালে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা  জেলা প্রশাসন। আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মুস্তাফিজুর রহমান কুমিল্লার বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার ও গোমতী হসপিটালে অভিযান পরিচালনা করে। এ সময় বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারের একজন ডা. ভূয়া পদবী ব্যবহার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে গোমতী হাসপাতালে প্যাথলজি ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পাওয়ায়  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মুস্তাফিজুর রহমান বাসসকে বলেন, নগরীর বসুন্ধরা ডায়গনষ্টিক সেন্টার ও গোমতী হসপিটালে অভিযান পরিচালিত করি, দুটি হসপিটালকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭ ড্রেজার বন্ধ

রাঙ্গামাটিতে হাতির আক্রমণে নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ