ভিতরে

যুক্তরাজ্যে পোশাক রপ্তানি নিয়ে হাইকমিশনারের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের বৈঠক

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানির সুযোগ তৈরি এবং যুক্তরাজ্য থেকে আরও বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার উপায়সহ বানিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বৈঠক করেছেন।  
মঙ্গলবার ঢাকায় বিজিএমইএ অফিসে সাইদা মুনা তাসনিম ও ফারুক হাসান এই  বৈঠক করেন। তারা বাংলাদেশ স্বলোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জ, সম্ভাব্য শূল্ক পরিবর্তন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কিভাবে যুক্তরাজ্যের বাজার ধরে রাখতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন। 
বিজিএমইএ সভাপতি বলেন, কোভিড-১৯ সংকট চলাকালে কিছু ব্রিটিশ ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাংলাদেশী রপ্তাকিারকদের অনুকূলে রপ্তানি বিল পরিশোধ করেনি। এতে করে পোশাক শিল্পের ঐসব উদ্যোক্তারা সংকটে পড়েছেন। উল্লেখিত ব্র্যান্ডরা যেন অনতিবিলম্বে রপ্তানি বিল পরিশোধ করেন, সে বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য তিনি লন্ডনে বাংলাদেশী হাইকমিশনারকে অনুরোধ জানান। 
এ সময় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

গাজীপুরের কালীগঞ্জে ইউপি নির্বাচনে ৫টিতে নৌকা ১ টিতে স্বতন্ত্র বিজয়

শুরুতেই পাকিস্তানে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনের কথা ভাবছিলেন বঙ্গবন্ধু