ভিতরে

হেফাজত নেতা খালিদ সাইফুল্লাহ ও ইহতেশামুল রিমান্ডে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর পাঁচ দিন ও ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক এবং ইসলামী ছাত্রসমাজের সেক্রেটারি হযরত মাওলানা ইহতেশামুল হক সাখীকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
আজ তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময় হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে ২০১৩ সালের হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলার সুষ্ঠু তদন্ডের জন্য ইহতেশামুল হক সাখীর বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। অপর দিকে একই দিন রাজধানীর বংশাল এলাকা থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করা হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিন আর নেই

হাওরে ধানের উৎপাদন বাড়াতে সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে: কৃষিমন্ত্রী