ভিতরে

মহরমির পরিবারকে আর্থিক সহায়তা করলেন সদর উপজেলা প্রশাসন।

গত ফেব্রুয়ারী মাসে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের গণকা বিদিরপুর গ্রামের একই পরিবারের দুই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে মহরমির এক’হাতের কব্জি ও চোখে আঘাত প্রাপ্ত হয় আরেক বোন মরিয়মও আহত হয়। গতকাল সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার বাচ্চা দুটির চিকিৎসার খোঁজ নিতে গিয়ে পরিবারের হাতে কিছু আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মহরমির মা জানান তিন দফা ঢাকায় চিকিৎসা করেও দুচোখের দৃষ্টি শক্তি ফেরানো যায়নি মহরমির, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বলছে চিকিৎসকগন।অভাবের সংসার নিয়ে আমরা উন্নত চিকিৎসা করতে পারছি না।সরকার বা বিত্তবানরা কেউ এগিয়ে এলে মেয়টি আমার দুনিয়ার আলো দেখতে পাবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

লকডাউনের মধ্যেও টিসিবির পণ্য বিক্রয় চলবে

৩ নং ওয়ার্ডের অক্টয় মোড়ে মিনি ময়লা ডাম্পিং স্টেশনের উদ্বোধন।