চাঁপাইনবাবগঞ্জ ২৬/৩/২১ শুক্রবার। —শাহনেওয়াজ দুলাল– মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২১ উপলক্ষে জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মন্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার তুলে দেন।
ভিতরে আঞ্চলিক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলার শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবার, মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা।
