ভিতরে

ইসলামীক ফাউন্ডেশনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জ-২২/৩/২১ সোমবার। শাহনেওয়াজ দুলাল

আজ সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে ইসলামিক ফাউণ্ডেশনের ৪৬ তম প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ পরিচালক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মন্জুরুল হাফিজ। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।

আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার চন্দন কর সহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম বৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতার পর ইসলাম প্রিয় মানুষ হিসাবে দেশে ইসলামের উন্নয়নে ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেন।তার প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের আরো উন্নয়ন করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ সারাদেশে দেশের নিজস্ব অর্থায়নে ৫৬০ টি আধুনিক মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম, গবেষণাগার,পাঠাগার সহ প্রতিটি উপজেলায় এসব মসজিদের কাজ চলমান। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কে যেন ইসলামকে কূলসিত ও দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল করার আহব্বান জানান উপস্থিত ইমামদের প্রতি।আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্ট শহীদদের প্রতি ও দেশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মহাডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ময়েজউদ্দিন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নকশীকাঁথায় স্বাধীনতার ইতিহাস চিত্রায়ণ।

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন