ভিতরে

প্রথম দিনই হতাশায় ডুবলেন ইমরুল-তুষার

আজ থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম দিন হতাশ হতে হলো খুলনা বিভাগের দুই ব্যাটসম্যান ইমরুল কায়েস ও অভিজ্ঞ তুষার ইমরানকে।
সিলেট বিপক্ষে প্রথম স্তরের ম্যাচে ইমরুল-তুষার নার্ভাস নাইন্টিতে আউট হন। ইমরুল ৯০ ও তুষার ৯৯ রান করে ফিরেন।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে খুলনাকে প্রথমে ব্যাটিংএ পাঠায় সিলেট বিভাগ। খুলনার দুই ওপেনার রবিউল ইসলাম রবি ৩৭ ও ইমরান উজ্জামান ১৫ রান করে ফিরেন।
এরপর তিন ও চার নম্বরে যথাক্রমে ব্যাট হাতে নামেন ইমরুল ও তুষার। এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন ইমরুল। ইনিংসের ৪৪তম ওভারেই নব্বই ঘরে পৌঁছে যান ইমরুল। কিন্তু সেঞ্চুরির আশা পূরণ হয়নি তার। ১২৭ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৯০ রান করে পেসার আবু জায়েদের বলে আউট হন ইমরুল।
দলীয় ১৫৪ রানে ইমরুল ফিরলেও, ব্যাট হাতে নিজের ও দলের ইনিংস বড় করছিলেন তুষার। এতে ৭৮তম ওভারে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যান তিনি। প্রথম শ্রেনির ক্রিকেটে ৩২তম সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু রান আউটের ফাঁদে পড়ে ৯৯ রানে থামতে হয় তাকে।
১১৭ বল মোকাবেলা করে ১৩টি চারে নান্দিক ইনিংসটি সাজান প্রথম শ্রেনির ক্রিকেটে ১১ হাজারের বেশি রান করা তুষার।
ইমরুল-তুষারের পর শেষদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান ২২, জিয়াউর রহমান ১০ ও মইনুল ইসলাম ২ রান করেন। ২৪ রানে অপরাজিত থাকেন নাহিদুল ইসলাম।
৮৪ দশমিক ৪ বলে মইনুলের আউটের পরই দিনের খেলা শেষ হয়। বল হাতে সিলেটের আবু জায়েদ-এবাদত হোসেন ২টি করে উইকেট নেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া এক সঙ্গে কাজ করবে

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক