ভিতরে

ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া এক সঙ্গে কাজ করবে

ক্রীড়া উন্নয়নে বাংলাদেশের সাথে এক সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার নব নিযুক্ত রাষ্ট্রদূত লী জ্যাং কিউন। বিওএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
আজ সোমবার বিকেলে অলিম্পিক ভবনে বাংলাদেশ অলিম্পিক সোসিয়েশনের(বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সাথে দক্ষিন কোরিয়ার রাষ্ট্রদূত লী জ্যাং কিউন সৌজন্য সাক্ষাত করেন। এ সময়ে তারা দুই দেশের মধ্যে খেলাধুলার উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনাকালে বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে দক্ষিন কোরিয়ার অবদানের জন্য বিওএ মহাসচিব দেশটির রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত

প্রথম দিনই হতাশায় ডুবলেন ইমরুল-তুষার