ভিতরে

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার আজ বৃহস্পতিবার জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন দেবীগঞ্জ যৌথভাবে এর আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব নার্গিস আক্তার ডলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার বিজ্ঞানমনস্ক জাতি গঠনে তৎপর। শিক্ষার্থীদের চিন্তা ও মননে বিজ্ঞান থাকতে হবে।
সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

শিক্ষার্থীদের মার্চপাষ্ট ও র‌্যালীতে অংশগ্রহণ বন্ধের নির্দেশ

জয়পুরহাটে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী