ভিতরে

শিক্ষার্থীদের মার্চপাষ্ট ও র‌্যালীতে অংশগ্রহণ বন্ধের নির্দেশ

করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাষ্ট ও র‌্যালীতে অংশগ্রহণ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্য-ঝুঁকির মধ্যে পড়ে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নির্দেশনা দেওয়া রয়েছে।
আজ পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন সব মাধ্যমিক বিদ্যালয়ে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
কিন্তু ইতোমধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাষ্ট ও র‌্যালীর আয়োজন করছে। এটা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। যা এই মুহূর্তে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

প্রধানমন্ত্রী আজ বিকেলে একুশে বইমেলা উদ্বোধন করবেন

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার