আজ ১৫/৩/২১ সোমবার সকাল ১০টায় বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী শহীদ আরজু মণি সেরনিয়াবাত এর ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর শ্রদ্ধা নিবেদন ও পরে দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ উপস্থিত নেতা কর্মীবৃন্দ বনানী কবরস্থানে পুস্প অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন ও ফাতেহে পাঠ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।