ভিতরে

বুরকিনা ফাসোতে হামলায় ৫ বেসামরিক ও ১ সৈন্য নিহত

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে হামলায় বেসামরিক নাগরিকসহ ছয়জন নিহত হয়েছে। সেখানে একটি সামরিক ইউনিট লক্ষ্য করে হামলা চালালে তারা প্রাণ হারায়। রোববার নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ বুরকিনা ফাসো জিহাদি তৎপরতার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। দেশটিতে জিহাদিদের হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার লোক গৃহহীন হয়েছে ।
নিরাপত্তা সূত্র এএফপি’কে বলেছে, ‘গসকিন্দির (সৌম প্রদেশ) একটি সামরিক ইউনিট শনিবার হামলার শিকার হয়েছে। এতে এক সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছে। সেখানে আমাদের পক্ষের আরো পাঁচজন প্রাণ হারিয়েছে। তারা সকলেই স্বেচ্ছাসেবক ছিল।’
খবরে বলা হয়, এ পাঁচ বেসামরিক নাগরিক জাতীয় প্রতিরক্ষা বিষয়ক স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিল। ভিডিপি হচ্ছে দেশটিতে সক্রিয় বিভিন্ন জিহাদি গ্রুপের বিরুদ্ধে তাদের কঠিন লড়াইয়ে সামরিক বাহিনীকে সহায়তা করা বেসামরিক স্বেচ্ছাসেবকদের একটি নেটওয়ার্ক।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সৌদির পূর্বাঞ্চলীয় বন্দরে ড্রোন ও তেল কোম্পানি আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা : জ্বালানি মন্ত্রণালয়

আন্তর্জাতিক নারী দিবসে স্পিকারকে শুভেচ্ছা