ভিতরে

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: সিলেটে কাল শুরু নারী ক্রিকেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘুমিয়ে অনেকদিন। কোভিড-১৯ প্রাণঘাতী ভাইরাস সবুজের সুন্দরে মোড়ানো মাঠের রোমাঞ্চ কেড়ে নিয়েছে। সালমা খাতুন, জাহানারা আলমরাই ঘুম ভাঙিয়েছেন দেশের অষ্টম টেস্ট ভেন্যুর। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক মাসের কন্ডিশনিং ক্যাম্প শেষে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ক্রিকেট লড়াইও সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। গেমস শুরুর প্রায় একমাস আগেই কাল মাঠে গড়াবে নারী ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গেমস উপলক্ষে লাল, নীল, সবুজ নামে তিনটি দণ গঠন করে দিয়েছে। এই তিনটি দল অংশ নিচ্ছে বাংলাদেশ গেমসের নারী ক্রিকেটে ক্রিকেটে।
আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমস। তখন দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের সাথে বাংলাদেশের মেয়েদের খেলা থাকবে তাই ক্রিকেট ইভেন্টটা আগেই অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম বাংলাদেশ গেমসের অংশ হয়েছে ক্রিকেট।
সিলেট ক্রিকেট স্টেডিয়ামে কাল শনিবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী ম্যাচে লতা মন্ডল, ফাহিমা খাতুনদের লাল দলের মুখোমুখি হবে সালমা খাতুন, জাহানারা আলমদের নীল দল। ক্রিকেট ইভেন্ট উদ্বোধন করবেন বাংলাদেশ ওলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। লাল, নীল, সবুজ তিনটি দল একে অপরের সাথে খেলবে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দুই দল ১২ মার্চ মুখোমুখি হবে ফাইনালে। টুর্নামেন্ট উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব শাহেদ রেজা।
অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা আগে থেকেই সিলেটে। ৩ মার্চ শেষ হয়েছে তাদের একমাসের কন্ডিশনিং ক্যাম্প। সেদিনই ঢাকা থেকে সিলেট এসেছেন সালমা, জাহানারাসহ সিনিয়র টাইগ্রেসরা। আজ শুক্রবার সকালে ম্যাচ ভেন্যুতে প্রস্তুতি সেরেছে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাওয়া লাল ও নীল দল। রানিংয়ের পাশাপাশি ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়েও নিজেদের প্রস্তুত করেন তারা।
লাল দলের ম্যানেজার কাজী মাসুক আহমদ বারী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে বলেন, ‘মূলত বাংলাদেশ গেমসের ক্রিকেট টুর্নামেন্ট হলেও এটাকে আমরা দেখছি নারী ক্রিকেটারদের আগামীর প্রস্তুতি হিসেবেই। করোনার কারনে ছেলেদের মতো তারাও অনেকদিন ক্রিকেটের বাইরে। এই টুর্নামেন্ট আসলে তাদের মনোযোগ আর আত্মবিশ্বাস ফেরানোর একটা উপলক্ষ। তিনি বলেন, সামনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সাথে আমাদের মেয়েদের সিরিজ আছে সিলেটেই। সে হিসেবে এই টুর্নামেন্ট আরো গুরুত্বপূর্ণ। সিনিয়র, জুনিয়র মিলেই তিনটি দল গঠন করা হয়েছে। দলগুলোকে সার্বিকভাবে দেখছেন দীপু রায় চৌধুরী, মঞ্জুরুল ইসলাম, ফয়সল হোসেন ডিকেন্সসহ আরো কয়েকজন সাবেক তারকা। তাদের সমন্বয়ে নারী ক্রিকেটাররা খেলায় ফেরার আত্মবিশ্বাসটা ফিরে পাবেন বলে আমি আশাবাদী।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বাসসকে বলেন, ‘বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টটা প্রথমে টি-টোয়েন্টি ফরম্যাটের ছিল। আমরা অলিম্পিক এসোসিয়েশনের সাথে কথা বলে এটিকে ওয়ানডে ফরম্যাটের করেছি। আগামীতে মেয়েদের ওয়ানডে খেলা আছে সে কথা মাথায় রেখেই আমাদের পদক্ষেপ।’
তিনি আরো বলেন, ‘খেলোয়াড়রা খেলার মধ্যে থাকলেই ভালো। অনেকদিন পর মেয়েরা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবে এটা আমাদের জন্য ইতিবাচক।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টি-টুয়েন্টি: টানা দুই ম্যাচ জিতে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া

টেস্ট: পান্থের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে লিড নিলো ভারত