ভিতরে

নাটোরে শিশুদের চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা

সুত্র ও ছবিঃ বাসস

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলায় গত চারদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে শিশু চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা। আজ বেলা ১১টায় বিজয়ী শিশুদের পুরষ্কার ও সনদ প্রদান করা হবে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গতকাল শিশু একাডেমিতে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরআগে গত পরশু বিকেলে শিল্পকলা একাডেমি শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। গত বুধবার সরকারি গণগ্রন্থাগারও রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এসব প্রতিযোগিতায় অংশ নিতে পেরে শিশুরা আনন্দে উদ্বেলিত।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তিনটি বিষয়ে শতাধিক প্রতিযোগি উৎসবের আমেজে অংশগ্রহণ করছে। আমরা চেষ্টা করছি, সামাজিক দূরত্ব বজায় রেখে শিশুরা যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলংকার টি-টোয়েন্টি অধিনায়ক শানাকা

ভাষা শহীদদের প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংঠন শ্রদ্ধা নিবেদন।