ভিতরে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন।

চাঁপাইনবাবগঞ্জ-১৭ ই মার্চ, বুধবার। নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন। দিনটি উপলক্ষে আগামী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২৬ মার্চ পর্যন্ত ১০ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। আজ সূর্যদয়ের সাথে সাথে জেলা স্টেডিয়ামে(পুরাতন) ২১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা করে। সকল ৯-৩০ মিনিটে জেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে শোভাযাত্রা সহকারে শহরের মুজিব মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার,সহকারী কমিশনার রওশনা জাহান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জনগণের প্রতি বঙ্গবন্ধুর ভালবাসার ভিত্তিতেই স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় : ট্রুডো

জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত