ভিতরে

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩০৮ জন হাসপাতালে ভর্তি 

 গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনেরও  মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৭ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৮ জন। এর মধ্যে ঢাকায় ১৭২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৩৬ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৭৭  জন এবং অন্যান্য বিভাগে ভর্তি ৫৫৫ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৮ হাজার ৯২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৩৯০ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৫৩৭ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৩৩৮ জন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২০ হাজার ৮৮২ জন সুস্থ হয়েছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

স্বাস্থ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ড ও নেপালের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ স্থলবন্দরে শূন্য পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ