ভিতরে

গোপালগঞ্জে কম্বাইন্ড মেশিন বিতরণ বিতরণ

গোপালগঞ্জে চলতি আমন মৌসুমে ভর্তুকি মূল্যে ২টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার  সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন মেশিন ২টি বিতরণ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান, উপজেলা প্রকৌশলী এস.এম জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রতন কুমার সাহা, কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, প্রতিটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য ৩৬ লাখ টাকা। হারবেস্টার প্রতি কৃষক দিয়েছে ১৫ লাখ ৭৫ হাজার টাকা। বাদবাকী টাকা সরকার প্রদান করেছে। ভর্তুকি মূল্যে আমরা সদর উপজেলার উরফী গ্রামের ফায়েক গাজী ও মোঃ মুসা গাজীকে ২টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়েছি। দিন দিন কৃষি শ্রমিক কমছে। তাই সরকার কৃষিকে যান্ত্রিকী করণ করতে চাইছে। তারই ধারাবাহিকতায় আমরা ভর্তুকি মূল্যে ২টি কম্বাবাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেছি। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সকলের সহযোগিতায় সংকট মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর 

ব্যাকটেরিয়া সংক্রমণ বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ