ভিতরে

গত ২৪ ঘন্টায় ৮৮ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬৪৯ জনের নমুনায় নতুন করে ৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১১৫ জন। 
আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৪৩ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল ২ দশমিক ৮৪ শতাংশ। আজ কমে হয়েছে ২ দশমিক ৪১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দেশে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। তবে আজ কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৪ হাজার ৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ২৪০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৮২৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৫২ শতাংশ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে : প্রধানমন্ত্রী

২০২৩ সালের প্রস্তাবিত সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদন