ভিতরে

গোল্ডেন স্ল্যাম জয় করা হলো না জকোভিচের

গোল্ডেন স্ল্যাম জয় করা হলো না বিশ্বের এক নম্বর টেনিস তারকা সার্বিয়ার নোভাক জকোভিচের।  
চলমান টোকিও অলিম্পিকে টেনিস ইভেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন জোকোভিচ। চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভরেভের কাছে ৬-১, ৩-৬, ১-৬ গেমে হারলেন জকোভিচ। এতে অলিম্পিকে স্বর্ণ জয় অধরাই থাকলো জকোভিচের। সেই সাথে গোল্ডেন স্ল্যামও জয় করা হলো না তার। 
কারন একই বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন এবং অলিম্পিকের স্বর্ণ জিতলে তাকে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জয় করা বলা হয়।
এই বছর ইতোমধ্যে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন জিতেছেন জকোভিচ। অলিম্পিকের পর হবে ইউএস ওপেন। ভবিষ্যতে ইউএস ওপেন জিতলেও, গোল্ডেন স্ল্যাম জয়ের তালিকায় নাম উঠবে না জকোভিচের। 
গোল্ডেন স্ল্যাম জয়ের কীর্তি একমাত্র আছে জার্মানির স্টেফি গ্রাফের। ১৯৮৮ সালে সবকটি গ্র্যান্ড স্ল্যামের সাথে অলিম্পিকের শিরোপা জিতেছিলেন গ্রাফ। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

রিয়ালে সঙ্গে চুক্তি নবায়ন করলেন কারভাহাল

ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকরা সৌদি আরব ভ্রমণ করতে পারবেন