ভিতরে

ফেরীতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ

আজ শুক্রবার থেকে ফেরীতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স এবং সরকারি কাজে ব্যবহৃত পরিবহন পারাপার করা হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আজ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো: তাজুল ইসলাম বাসস’কে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ফেরীতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কতদিন বন্ধ থাকবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মন্ত্রিপরিষদ বিভাগই সিদ্ধান্ত নেবে। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নারায়ণগঞ্জের জুস কারখানার ৫১ শ্রমিক নিখোঁজ

আগুনে নিহতদের ২ লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে : শ্রম প্রতিমন্ত্রী