ভিতরে

চান্দিনায় ৫৬ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাস বিস্তার রোধে কঠোর লকডাউনের চতুর্থ দিনে আজ রোববার দুপুর ১২ টায় কুমিল্লার চান্দিনায় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার বাসসকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চান্দিনা উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এসময় অভিযানে পুলিশ ও সেনা সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

স্কুলে বিয়ে আয়োজনের অনুমতি না দেয়ায় প্রধান শিক্ষককে হুমকি : যুবদল নেতা গ্রেপ্তার

ভোলায় চারজনের কারাদন্ড ও ৬১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত