ভিতরে

কোয়ার্টার ফাইনাল থেকে উইম্বলডনের সেন্টার কোর্ট দর্শকে পরিপূর্ণ থাকবে

উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে সেন্টার ও নাম্বার ওয়ান কোর্টে পরিপূর্ণ দর্শক উপস্থিত থাকার ঘোষণা দিয়েছে অল ইংল্যান্ড লন টেনিস ও ক্রোয়েট ক্লাব (এইএলটিসি)। যে কারনে সেমিফাইনাল ও ফাইনালেও সেন্টার কোর্টে শতভাগ দর্শকের উপস্থিতির অনুমতি মিলেছে।
এ সম্পর্কে উম্বলডনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চ্যাম্পিয়নশীপের প্রথম সপ্তাহটা বেশ সফলভাবে সম্পন্ন হবার পর ব্রিটিশ সরকারের ইভেন্ট রিসার্চ প্রোগ্রাম ও স্থানীয় কর্তপক্ষের সাথে আলোচনা করে এইএলটিসি নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল থেকে সেন্টার কোর্ট ও এক নম্বর কোর্টে শতভাগ দর্শক উপস্থিত হতে পারবে। একইসাথে সেমিফাইনাল ও ফাইনালেও সেন্টার কোর্ট দর্শকে পরিপূর্ণ থাকবে।’
করোনা মহামারী শুরু হবার পর এই প্রথম যুক্তরাজ্যে কোন ক্রীড়া ইভেন্ট দর্শক পরিপূর্ণতা পাচ্ছে। সেন্টার কোর্ট ও এক নম্বর কোর্টের দর্শক ধারণক্ষমতা যথাক্রমে ১৪ হাজার ৯৭৯ ও ১২ হাজার ৩৪৫ জন। 
ম্যাচ দেখতে আসা প্রতিটি দর্শককে কোভিড নেগেটিভ সনদ অথবা দুই ডোজ ভ্যাক্সিনেশন সনদ প্রদর্শন করতে হবে। দ্বিতীয় ডোজের টিকা অবশ্যই ১৪ দিন আগে দেয়া থাকতে হবে। করোনা পরীক্ষার ফলাফলও অন্তত ৪৮ ঘন্টা আগে হতে হবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন চেক অধিনায়ক ডারিডা

চলমান লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বাড়লো