ভিতরে

দেশের প্রধান তিন নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে

ব্রক্ষ্মপুত্র-যমুনা ও  পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।  আগামী ৭২ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। 
গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং আগামী ২৪ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 
দেশের উত্তর -পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা অব্যাহত থাকতে পারে আগামী তিনদিন পর্যন্ত। 
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্যে একথা জানানো হয়েছে।
তাদের তথ্য অনুযায়ী, আগামী তিনদিন দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং এর কাছাকাছি এলাকায় ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়  ও ত্রিপুরা প্রদেশের স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 
এর ফলে এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা  ধরলা, দুধকুমার, ব্রক্ষ্মপুত্র, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল  সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেয়ে কিছু স্থানে  আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 
পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের  মধ্যে বৃদ্ধি পাচ্ছে ৭৮ টির। আর  হ্রাস পাচ্ছে ২২ টির এবং গেজ পাঠ পাওয়া যায়নি ১ টির।
গত ২৪ ঘন্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, দূর্গাপুরে ২২১ মিলিমিটার, লামায় ১৮৪  মিলিমিটার, নাকুয়াগাঁওয়ে ১৭৫ মিলিমিটার, রামগড়ে ১৪৬ মিলিমিটার, বান্দারবনে ১২০ মিলিমিটার, চট্টগ্রামে ১৭৫ মিলিমিটার, টেকনাফে ১২৯ মিলিমিটার, চাঁদপুর বাগানে ১১৬ মিলিমিটার, মহেশখোলায় ১০৬ মিলিমিটার, শেরপুর-সিলেটে ১০৫ মিলিমিটার, নারায়ণহাটে ১০৫ মিলিমিটার এবং ভৈরব বাজারে ৯৫ মিলিমিটার।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে জাপার আহবান

ডিজিটাল নিরাপত্তা বিধান ও অপরাধ নিয়ন্ত্রণে ফলপ্রসূ অবদান রাখবে : টেলিযোগাযোগ মন্ত্রী