ভিতরে

পাবনা পৌরসভার ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

পাবনা পৌরসভার দেড়’শ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর মেয়রের কার্যালয়ে  নান্দনিক শহর গড়ার প্রত্যয়ে ২০২১-২২ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করেন নবনির্বাচিত পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান। বাজেটে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখা হয়েছে। মেয়র শরীফ প্রথমবারের পাবনা পৌরসভার বাজেট ঘোষণা করেন। বাজেটে আয়ের খাত ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমান ধরা হয়েছে।
বাজেটে রাজস্ব আয় ৩৫ কোটি ৫৪ লক্ষ, উন্নয়ন আয় ১০৮ কোটি ৯২ লক্ষ, মূলধন ৩ কোটি ৮৪ লক্ষ, সম্ভাব্য প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে রাজস্ব ১৩ কোটি ৪০ লক্ষ, উন্নয়ন ১ ম কোটি ১১ লক্ষ,মূুলধন ব্যয় ৩ কোটি ৫৫ লক্ষ, সম্ভাব্য সমাপনী স্তিতি ৩৩ কোটি ৭৩ লক্ষ টাকা ধরা হয়েছে।
পাবনা পৌরসভা আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ্বাস, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সিলেটের অর্থনৈতিক অঙ্গনে অভাবিত নারী জাগরণ

৪২ মণ ওজনের ‘সুলতান’এবার শেরপুরে কোরবানীর হাটে উঠবে